হামাসের হামলায় ২২ জন নিহত; ইসরায়েল যুদ্ধের মধ্যে রয়েছে: নেতানিয়াহু

|

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলা শুরুর পাঁচ ঘণ্টা পর জনগণের উদ্দেশে বিবৃতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতবো।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’ খবর বিবিসি ও রয়টার্সের।

অন্যদিকে, বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, হামাসের হামলায় কমপক্ষে ২২ জন ইসরায়েলি নিহত হয়েছেন। অনেক ইসরায়েলিকে গাজায় বন্দি করা হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর প্রকাশ করেছে বিবিসি। এর জবাবে গাজায় লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের দিকে একের পর এক রকেট ছোড়া হয়। হামাস বলেছে, ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে নতুন অভিযানের অংশ হিসেবে রকেটগুলো ছুড়েছে তারা। প্রথম ২০ মিনিটের অভিযানে ৫ হাজারের বেশি রকেট ছুড়েছে বলে দাবি করে হামাস।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। আমাদের সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply