শান্তিচুক্তি সই করতে যাচ্ছে ইথিওপিয়া-ইরিত্রিয়া

|

সৌদি আরবে শান্তিচুক্তি সই করতে যাচ্ছে আফ্রিকার দুই দেশ ইথিওপিয়া ও ইরিত্রিয়া। রোববার জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে জেদ্দায় হবে এই স্বাক্ষর অনুষ্ঠান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান, সৌদি বাদশাহ সালমানের আয়োজিত
চুক্তিসই অনুষ্ঠানে অ্যান্তোনিও গুতেরেস ছাড়াও উপস্থিত থাকবেন আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মূসা ফাকি মাহামাত।

এর আগে শুক্রবার খুলে দেয়া হয় ইথিওপিয়া-ইরিত্রিয়ার মধ্যেকার সীমান্ত। যা নিয়ে ৯০’র দশক থেকে চলছে রাজনৈতিক কোন্দল। গত জুলাইয়ে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইস আফেওয়ার্কি ঐতিহাসিক এক সমঝোতা আলোচনার মাধ্যমে দু’দশকের সংঘাতের ইতি টানেন।

সে সময়ই বলা হয়, হর্ন অব আফ্রিকায় শান্তি ফেরাতে আনুষ্ঠানিক চুক্তি সই করবে দু’দেশ। ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে, ইরিত্রিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply