‘তারেক রহমানের যোগ্যতা নেই, খালেদা জিয়ার অবসরে যাওয়া উচিত’

|

তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নেই এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বয়স হয়েছে তাই তার এখন অবসরে যাওয়া উচিত। এমন দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি পুনর্গঠনের কথিত উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারেক রহমানের এখন দেশে এসে আত্মসমর্পণ করা উচিৎ। জামায়াতসহ দুষ্টু দলগুলোর সঙ্গ ছেড়ে বিএনপিকে তার সাথে আলোচনায় বসার আহ্বান জানান কামরুল হাসান নাসিম।

তিনি দাবি করেন, তিনিই বিএনপিকে পথ দেখাতে পারবেন। নির্বাচনের আগে আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বানও জানান নাসিম।

অন্তবর্তীকালীন সরকারের জন্য বেশ কিছু নামও প্রস্তাব করেন ‘বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা’। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপি নেতা ডক্টর আব্দুল মুঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, অধ্যাপক সুলিমুল্লাহ খান, নুরুল কবীরসহ আরও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply