সমঝোতা না হলে যেসব দল ভোটে আসবে তাদের নিয়েই নির্বাচন: ইসি রাশেদা

|

রাজনৈতিক সমঝোতা না হলে, যেসব দল ভোটে আসবে তাদের নিয়েই নির্বাচন করবে নির্বাচন কমিশন। এমন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, কমিশনের পক্ষে মধ্যস্থতা বা দূতিয়ালি করার সুযোগ নেই।

রোববার (৮ অক্টোবর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন রাশেদা সুলতানা। তিনি বলেন, এর আগেও অনেকবার আস্থার পরিবেশ তৈরির চেষ্টা করেছে ইসি।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফর নিয়ে তিনি বলেন, সবাইকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে ইসি। প্রতিনিধি দলকে সুষ্টু নির্বাচনের প্রত্যয় তুলে ধরা হবে।

তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক আসলে ভালো, না আসলেও সমস্যা নেই। ভোটাররাই গুরুত্বপূর্ণ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply