মালিঙ্গা ঝড়ে ব্যাকফুটে বাংলাদেশ

|

বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরে এলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এশিয়া কাপের প্রথম ম্যাচের প্রথম ওভারেই ঝড় তুললেন। তাতে বাংলাদেশের ওপেনার লিটন দাস ও প্রধান ভরসা সাকিব আল হাসান রানের খাতা খোলার আগেই ফিরে গেলেন।

মালিঙ্গার করা প্রথম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করে লিটনের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপে মেন্ডিসের হাতে তালুবন্দী হয়। শূন্য রানেই আউট লিটন। বাংলাদেশের রান তখন ১। পরের বলেই দারুণ এক ইয়র্কারে স্ট্যাম্প ভাঙলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রথম ওভারের এই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারের শেষ বলে ইনজুরির কারণে মাঠ ছাড়েন ওপেনার তামিম ইকবালও। ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে গেলো টাইগাররা। পাশাপাশি, পুরোপুরি সুস্থ হওয়ার আগে তামিমকে মাঠে নামিয়ে দেয়াটাও তাই বড় প্রশ্ন হয়েই রইলো।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply