ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে তামিম!

|

এশিয়া কাপ শুরুর আগেই আঙুলের ইনজুরিতে আক্রান্ত তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামেন তিনি। কিন্তু ম্যাচের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের বাউন্সারে পুল করতে গিয়ে ফের আঘাত পান হাতে। বল ব্যাটে না লাগে তামিমের বাঁহাতে আঘাত হানে। সাথে সাথেই মাঠে ছুটে আসেন ফিজিও।

প্রচণ্ড ব্যাথা নিয়ে আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তামিম। এক্স-রে করার জন্য দুবাইয়ের একটি হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে মাঠেও ফিরেছেন। কিন্তু, মাঠে আর নামা হচ্ছে না বাংলাদেশের ড্যাসিং ওপেনারের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজকের ম্যাচ তো বটেই আগামী ছয় সপ্তাহ ব্যাট হাতে নামতে পারবেন না তামিম।

ফলে, এশিয়া কাপ তো মিস করবেনই, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও অনিশ্চিত তামিম। টাইগার ভক্তদের জন্য বড় দুঃসংবাদই বটে!

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply