নরসিংদী করেসপনডেন্ট:
নরসিংদীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই পিকআপভ্যান যাত্রী ও এক মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব এবং শিবপুরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালামাল বহনকারী একটি পিকআপভ্যান নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। এ সময় পিকআপভ্যানটি বেলাব উপজেলার নারায়ণপুর পৌঁছালে দ্রুতগতিতে চলা সামনের একটি ট্রাকের সাথে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক সুমন মিয়া এবং সহযোগী কামরুল নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকটি পালিয়ে গেছে।
এরআগে ভোরে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে এনা পরবিহনের একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় খাদেমুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর। তিনি রাজধানীর পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।
/আরএইচ
Leave a reply