২৮ অক্টোবর ঢাকায় এসে কাউকে বসে পড়তে বলেনি বিএনপি: মির্জা ফখরুল

|

ফাইল ছবি

কোনও নেতাকর্মীকে ২৮ অক্টোবর ঢাকায় এসে বসে পড়তে বলেনি বিএনপি। শাপলা চত্বরের মতো ঘটনা ঘটিয়ে বিএনপি’কে নির্মূল করা সহজ নয়। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ অক্টোবর) সকালে নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে দলের যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। শান্তিপূর্ণভাবে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সরকারের প্রতি আহ্বান করেন তিনি।

ফখরুল বলেন, সংসদের চলতি অধিবেশনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিধান পাশ করতে পারে সরকার। অন্যথায় দেশের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির দায়দায়িত্ব তাদের নিতে হবে।

২৮ অক্টোবরের সমাবেশ শান্তিপূর্ণ হবে দাবি করে তিনি আরও বলেন, সারাদেশ থেকে নেতাকর্মী এসে সোচ্চার কণ্ঠে দাবি জানাবেন। নয়াপল্টনে সমাবেশের জন্য ডিএমপিকে অবগত করা হয়েছে। অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পুলিশের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply