মিসরে হামলা চালিয়ে দুঃখপ্রকাশ ইসরায়েলের

|

মিসরের সীমান্তবর্তী একটি চৌকিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এ হামলাকে ‘ভুলবশত’ দাবি করে দুঃখ প্রকাশও করেছে তেলআবিব। দোষ স্বীকার করে এরই মধ্যে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। খবর ফ্রান্স ২৪ এর।

ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, রোববার (২২ অক্টোবর) ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলা মিসরের সামরিক বাহিনীর একটি চৌকিতে আঘাত করে। গাজা সীমান্তের কাছে কেরেম শালোমে ছিল ওই সামরিক চৌকির অবস্থান। এতে বেশ কয়েকজন সীমান্তরক্ষী আহত হয় বলে জানিয়েছে কায়রো।

এ ঘটনার পরপরই দুঃখপ্রকাশ করে বিবৃতি দেয় ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, অনিচ্ছাকৃত ভুলেই আঘাত করা হয়েছে মিসরীয় অবস্থানে। দুঃখপ্রকাশও করে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় তারা।

মূলত কেরেম শালোম বন্দর থেকেই বাণিজ্যিক পণ্য সরবরাহ হতো গাজায়। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন শুরুর পর থেকেই বন্ধ আছে সেটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply