চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক লিওনেল মেসি

|

লিওনের মেসির রেকর্ড হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে পিএসভিকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। আর নিজেদের প্রথম ম্যাচে নেইমারের পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই দাপট ছিলো মেসি-সুয়ারেজদের। তবে গোলের জন্য ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাতালানদের। মেসির নৈপুণ্যে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান ডেম্বেলে। এর দু মিনিট পর নিজের দ্বিতীয় গোলে বার্সাকে ৩-০’র লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি।

৭৯ মিনিটে উমতিতি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি পিএসভি। উল্টো ৮৭ মিনিটে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ ৮ হ্যাটট্রিকের মালিক এখন লিওনেল মেসি। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply