ইয়েমেনে দুর্ভিক্ষের শিকার ৫২ লাখ শিশু

|

সংঘাত কবলিত ইয়েমেনে দুর্ভিক্ষের শিকার ৫২ লাখ শিশু। ঝুঁকিতে রয়েছে আরও ১০ লাখ। ফলে মৃত্যুঝুঁকিতে রয়েছে দেশটির পুরো একটি প্রজন্ম। বেসরকারি সাহায্য সংস্থা- সেইভ দ্য চিলড্রেন জানিয়েছে এ তথ্য।

সংস্থাটির প্রধান নির্বাহী হেলি থর্নিং-স্মিৎজ বলেন, বোমা থেকে শুরু করে ক্ষুধা আর নানা রোগের মহামারীসহ বহুমুখী ঝুঁকিতে রয়েছে ইয়েমেনের শিশুরা। প্রাণহানির শঙ্কা রয়েছে ৩৬ হাজার শিশুর। দেশটিতে চলতি বছর, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত পাঁচ বছরের কম বয়সী চার লাখ শিশুকে চিকিৎসা দিয়েছে সংস্থাটি। ব্যাপক সহিংসতার ফলে, ইয়েমেনি মুদ্রার দরপতন আর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেখা দিয়েছে এ অবস্থা।

সেইভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী- গৃহযুদ্ধের তিন বছরে দেশটিতে খাওয়ার খরচ বেড়েছে ৬৮ শতাংশ; ১৮০ শতাংশ দর হারিয়েছে ইয়েমেনি রিয়াল। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে বেসামরিক ত্রাণ সহায়তা পাঠাতে ব্যবহৃত বন্দরনগরী হুদাইদায় সহিংসতা বাড়তে থাকায়, জটিল হয়ে উঠছে পরিস্থিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply