কলকাতা থেকে শুরু হলো ‘কাজল রেখা’র প্রচারণা

|

ছবি: সংগৃহীত

‘কাজল রেখা’ সিনেমাটির প্রচারণায় কলকাতায় হাজির হয়েছেন শরিফুল রাজ-মন্দিরা চক্রবর্তী ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। শনিবার (২৮ অক্টোবর) ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ দলের খেলা দেখেছে ‘কাজল রেখা’ টিম।

সিনেমাটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এক গণমাধ্যমকে বলেন, এখানে দুটি কাজ হচ্ছে। আমরা খেলা দেখছি, পাশাপাশি ‘কাজলরেখা’ ছবিটির কিছুটা প্রমোশনও হচ্ছে। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা।

জানা গেছে, বাংলাদেশের পরবর্তী ম্যাচেও (৩১ অক্টোবর) ‘কাজলরেখা’ লেখা সংবলিত টি শার্ট গায়ে গ্যালারিতে থাকবেন নায়ক, নায়িকাসহ এই ছবির টিম।

শরিফুল রাজ-মন্দিরা ছাড়াও সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

চিরায়ত বাংলার চলচ্চিত্র ‘কাজল রেখা’। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি একযোগে বাংলাদেশ, কানাডা, আমেরিকাসহ বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবিটি। তাই এবার খেলা দেখার পাশাপাশি প্রচারণাও চালিয়ে যাচ্ছেন ‘কাজল রেখা’ টিম।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply