ব্রায়ান লারাকে পেছনে ফেলে সাকিবের রেকর্ড

|

ছবি: এএফপি

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৪৩ রান করে দুই কিংবদন্তি ব্রায়ান লারা ও অর্জুন রানাতুঙ্গাকে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় টাইগার অধিনায়কের অবস্থান এখন সপ্তম।

৩৪ ম্যাচ খেলে ১২শ’ ২৫ রান করেছিলেন লারা। বর্তমানে সাকিবের রান ১২শ’ ৫০। পঁয়তাল্লিশ ম্যাচে ২ হাজার ২শ’ ৭৮ রান করে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তৃতীয় স্থানে রয়েছেন লঙ্কান লেজেন্ড কুমার সাঙ্গাকারা।

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিবের ওপরে রয়েছে কেবল তিনজন। বিশ্বকাপের রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার। আর, সাকিবের ওপরে আছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলির মতো বিশ্বখ্যাত ব্যাটারদ্বয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply