রাজধানীতে স্বস্তির বৃষ্টি

|

রাজধানীতে সারাদিনের দাবদাহের পর সন্ধ্যায় শীতলতা নিয়ে এল এক পশলা বৃষ্টি। সাথে দমকা হাওয়াও ছিল। এর আগে, দুপুরেও রাজধানীর কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে।

এদিকে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত একটি লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

এ কারণে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply