সাড়ে ১১ ঘণ্টায় সারাদেশে ১২টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

|

সারাদেশে সাড়ে ১১ ঘণ্টায় ১২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত এসব অগ্নিসংযোগের খবর পায় সংস্থাটি। 

রোববার সকালে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, এসব অগ্নিসংযোগের মধ্যে ঢাকা মহানগরীতে ঘটেছে ৭ টি, মহানগরী ছাড়া ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ ও গাজীপুরে ২টি; রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে ১টি; বরিশাল বিভাগের চরফ্যাশনে ১টি ও রংপুর বিভাগের পীরগঞ্জে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস ও ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ সকাল ছয়টায় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ছয়টায় এ কর্মসূচি শেষ হবে।

আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply