খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ চালানো মৌলিক অধিকার পরিপন্থী: ফখরুল

|

খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামালার বিচারকাজ চালানোর আদেশ ন্যায়বিচার ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে, গুলশানে চেয়ারপারনসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বিচার ব্যবস্থা সরকারের করায়ত্তে বলেই এমন আদেশ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে খালেদা জিয়ার চিকিৎসা করাতে হবে। গত ১৮ দিনে বিএনপির ৩ হাজার ৬০৯ নেতাকর্মীকে গ্রেফতার ও ৩ হাজার ৭৩৬টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দিয়ে নির্বাচনে বিএনপি’র অংশগ্রহণকে অনিশ্চিত করে তুলছে। ব্রিফিংয়ে ডিজিটাল সিকিউরিটি বিল পাসের মাধ্যমে গনতন্ত্রকে হরণ করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply