খালেদা-ফখরুলের মুক্তি চেয়ে ঢাবি সাদা দলের মানববন্ধন

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সকল নেতাকর্মীর মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক নেতারা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অপারেজয় বাংলার পাদদেশে এই মানববন্ধনে বিএনপিপন্থী শিক্ষকরা দাবি করেন, সরকার বলপ্রয়োগের মধ্য দিয়ে আরেকটি প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছেন। বিরোধীদলগুলোর দাবি অগ্রাহ্য করে দমন পীড়নের মধ্য পথ বেছে নিয়েছে।

এ সময় তারা আরও বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিগত দুই নির্বাচনের মতো একতরফা নির্বাচনের পথ থেকে সরে আসতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান সাদা দলের শিক্ষক নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply