বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড

|

ফাইল ছবি

বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। কিউইদের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হওয়ায় প্রস্তুতি ম্যাচ বাদ দেয়ার অনুরোধ করেছিলো দেশটি। তাতে সম্মতি জানিয়েছে বিসিবি।

বিশ্বকাপের পরপরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। মূল সিরিজের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি বাতিল হলেও যথা সময়ে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

আগামী ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। ২১ নভেম্বর ঢাকায় পা রাখার কথা কিউইদের। আর ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

উল্লেখ্য, বিশ্বকাপের চলতি আসরে শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। আগামীকাল (১৫ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে গড়াবে তাদের সেমিফাইনাল ম্যাচ। আর ১৯ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল। তাই ফাইনালে উঠলে কিউইদের একদিন পরই আবার বাংলাদেশের বিমান ধরতে হবে। তাদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ১২জন এই সিরিজে রয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply