ভারতের আচরণ ঔদ্ধত্যপূর্ণ: ইমরান খান

|

আলোচনা বাতিলের প্রতিক্রিয়ায়, ভারতের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শনিবার টুইট বার্তায়, নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রস্তাবে সাড়া না দেয়ায় ভারতের সমালোচনা করেন ইমরান। পাক প্রধানমন্ত্রী বলেন, বড় বড় পদ দূরদৃষ্টিহীন কিছু ক্ষুদ্র মানুষ দখল করে রেখেছে, যা হতাশাজনক।

গেল সপ্তাহে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি দেন ইমরান খান। প্রথমে সম্মতি দিলেও, জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের হাতে তিন পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সে অবস্থান থেকে সরে আসে দিল্লি।

কাশ্মিরে ঘটনায় অভিযুক্ত করে ইমরান খানকে। ইসলামাবাদের অভিযোগ, ভারতে আগামী বছর হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে আলোচনা এড়াতে নানা অজুহাত দিচ্ছে মোদি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply