বাজারে কিছুটা কমলো দামের উত্তাপ

|

সরবরাহ বাড়ায় দামের উত্তাপ কিছুটা কমেছে বাজারে। বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমেছে করলা, শিম, মুলার দাম।

এদিকে, সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত ক্রেতার উপস্থিত থাকে তুলনামূলক বেশি। তাই ব্যবসায়ীদেরও থাকে বাড়তি প্রস্তুতি। তবে তাতে বাগড়া বসিয়েছে বৈরি আবহাওয়া। বাজারে ক্রেতার উপস্থিতি একবারেই কম। পণ্য নিয়ে তারা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন।

সরবরাহ বৃদ্ধিতে দাম কমেছে আলু ও পেঁয়াজের। ৬০ টাকা থেকে আলুর কেজি নেমে এসেছে ৪৫ টাকায়। আর খুচরায় পেয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা দরে।

খানিকটা স্বস্তি ফিরেছে ডিমের দামেও। কিছুদিন আগেও প্রতি ডজন ১৬০ টাকাই বিক্রি হলেও শুক্রবার তা বিক্রি হয়েছে ১২০ টাকায়। বিক্রেতারা বলছেন, সবজির দাম কমার প্রভাব পড়েছে ডিমের মোকামে। কিছুটা কমেছে মুরগীর দামও। তবে সবধরনের মাছ বিক্রি হচ্ছে চড়া দামেই।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply