ঢাকায় প্রতিটি গাছের নম্বরিং শুরু হয়েছে: মেয়র আতিক

|

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জিআইএস ম্যাপের মাধ্যমে ঢাকার প্রতিটি গাছের নম্বরিং শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১৮ নভেম্বর) সকালে কৃষি গবেষণা কাউন্সিলে নগর সবুজায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

এ সময় মেয়র বলেন, ঢাকার আর্মি স্টেডিয়ামের সামনে থেকে জাহাঙ্গীর গেট এবং বিজয় সরণি মোড় থেকে ফার্মগেট পর্যন্ত ১৭ হাজার গাছ লাগানো হয়েছে। একই সাথে ঢাকাকে সুন্দর করার জন্য গ্রাফিতির মাধ্যমে সাজানো হয়েছে।

আতিকুল ইসলাম আরও বলেন, যারা বাড়িতে ছাদবাগান করবেন, তাদের জন্য ১০ শতাংশ ইনসেনটিভ দেয়ার ব্যবস্থা করা হবে। ঢাকা শহরকে দূষণমুক্ত ও সুন্দর করতে সবাইকে গাছ লাগানোর আহ্বানও জানান মেয়র আতিকুল ইসলাম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply