রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর সিএনবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফরিদুজ্জামান (২১)। সে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক জানান, নিহত ফরিদুজ্জামান মোটরসাইকেল যোগে এক বন্ধুসহ বিজিবি গার্ডেনের থেকে সিমলা পার্কের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তারা সার্কিট হাউসের সামনে এসে পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুজ্জামানের মৃত্যু হয়।
/আরএইচ
Leave a reply