ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিতে ২১ জন নিহত

|

ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিপাতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিকও রয়েছে। এছাড়া এতে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। খবর বিবিসি’র।

বাংলাদেশ সময় রোববার (২০ নভেম্বর) সকালে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে গত ৪৮ ঘণ্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে সৃষ্ট বন্যায় শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়েছে এবং প্রচুর সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩ হাজারের বেশি নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ডোমিনিকান প্রেসিডেন্ট লুইস আবিনাদার এটিকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের ঘটনা’ অভিহিত করে বলেন, ভারী বৃষ্টির কারণে হওয়া প্রাণহানি নিয়ে আমি গভীরভাবে মর্মাহত। আগামী বুধবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটিতে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply