‘বিকল্প নোবেল’ পেলেন তিন সৌদি

|

‘বিকল্প নোবেল’ হিসেবে খ্যাত রাইট লাইভলিহুড পুরস্কারে ভূষিত হয়েছেন, সৌদি আরবের তিন মানবাধিকার কর্মী। সোমবার ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম। পুরস্কার বিজয়ীরা হলেন, আব্দুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ এবং ওয়ালেদ আবু আল-খায়ের।

সৌদিদের নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষা নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তারা। সৌদি শাসনব্যবস্থা ও যুবরাজ বিরোধী হিসেবে পরিচিতি রয়েছে তাদের। শাসনব্যবস্থায় পরিবর্তনের জন্য আন্দোলন করছেন বেশ কয়েক বছর ধরে। বর্তমানে ভোগ করছেন ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড।

১৯৮০ সাল থেকে সুইডেনের লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে, নিয়মিত দেয়া হচ্ছে এ বিশেষ পুরস্কার। পরিবেশ ও মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালনকারীদের দেয়া হয় এ পুরস্কার। পুরস্কারের আর্থিক মূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার মার্কিন ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply