জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে আদেশ ৩০ সেপ্টেম্বর

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, আসামিপক্ষ যুক্তিতর্কে অংশ না নেয়ায় রায়ের দিন ধার্য করার আবেদন করেছেন দুদকের আইনজীবী। আগামী ৩০ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেবেন আদালত।

ততদিন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহাল রাখা হয়েছে।

সকালে আদালতের কার্যক্রম শুরু হলে রায়ের তারিখ ঘোষণার আবেদন করেন দুদকের আইনজীবীরা। অন্যদিকে, আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর এবং যুক্তিতর্ক মুলতবির আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়া ও মামলার অপর আসামি মনিরুল ইসলামের জামিন বৃদ্ধি করেন। একই সাথে রাষ্ট্রপক্ষের আবেদনের আদেশের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এছাড়া দুই আসামির বিচারকের প্রতি অনাস্থার আদেশও একই দিন ধার্য করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply