হরতাল-অবরোধে ট্রাক সংকট, বেনাপোলে কমেছে আমদানি-রফতানি কার্যক্রম

|

যশোরের বেনাপোল স্থলবন্দরে হঠাৎ আমদানি-রফতানি কার্যক্রম কমেছে। পণ্য লোডিং-আনলোডিংয়ে আগে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার ট্রাক আসলেও সেই সংখ্যা বর্তমানে অর্ধেকে নেমেছে। সেই সাথে বেড়েছে পরিবহন ভাড়াও। রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

গত অক্টোবর মাসেও বন্দর থেকে ১৭ হাজার ট্রাক মালামাল খালাস করেছে। তবে এখন সেই সংখ্যা মাত্র ১০ থেকে ১১ হাজার।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, হরতাল-অবরোধের কারণে ট্রাক ভাড়া বেড়েছে। আগে যে ভাড়া ছিল ১৬ থেকে ১৮ হাজার টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৮-৩০ হাজার টাকা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না পণ্যবাহী ট্রাক। লোকসানের আশঙ্কায় অনেক ব্যবসায়ী কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন।

এ নিয়ে ট্রাক মালিক সমিতির বেনাপোল শাখার চেয়ারম্যান আজিম উদ্দিন গাজী বলেন, অবরোধের কারণে বিভিন্ন এলাকায় গিয়ে আটকে পড়ায় ট্রাক সংকট দেখা দিয়েছে। এই ট্রাক সংকটের কথা উল্লেখ করে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, ট্রাক সংকটের কারণে বন্দরে পণ্যখালাসের ক্ষেত্রে ডেলিভারির হার এখন কমেছে।

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল থেকে প্রতিবছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়ে থাকে। তবে টানা হরতাল-অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply