মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড

|

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরামসহ সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

২৯৩ পাতার এ রায় পড়ার সময়ে আদালতে হাজির করা হয় তিন আসামিকে। তারা হলেন ৬০ বছর বয়সী খান আকরাম হোসেন, ৬২ বছর বয়সী শেখ মো. উকিল উদ্দিন, ৭৯ বছর বয়সী মকবুল মোল্লা। তারা কারাবন্দী রয়েছেন। আসামিদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের নিরস্ত্র মানুষদের হত্যা, আটক, নির্যাতন, অপহরণ, অগ্নি সংযোগ ও ধর্ষণের মোট ৭টি অভিযোগ রয়েছে।

এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন। বাকি ৪ জন পলাতক। পলাতক আসামিরা হলেন খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।

২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয়া হয়। পরে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

/এএম




সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply