টাইগার্স, এবার কি হবে?

|

আবুধাবিতে পাকিস্তান ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ। এ নিয়ে গত চার টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনালে উঠলো বাংলাদেশ। প্রতিপক্ষ সেই ভারত, যাদের সাথে ফাইনালে সবকিছু কেমন যেন উলট-পালট হয়ে যায়। অবশ্য, ফাইনাল শব্দটাই যেন বাংলাদেশের কাছে তালগোল পাকানোর এক মঞ্চ। তাইতো এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে আনা যায়নি।

গত এশিয়া কাপের কথাই ধরুন। প্রথমবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপের সেই আসরে দারুণ খেলে ফাইনালে ওঠা বাংলাদেশ ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে আগে ব্যাট করে ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু, বোলারদের ব্যর্থতায় একতরফাভাবে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

২০১২ সালে প্রথমবারের মতো কোনো বড় আসরের ফাইনালে উঠেছিল টাইগাররা। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে পাকিস্তানের ২৩৬ রান তাড়া করতে নেমে ২ রানে হেরেছিল বাংলাদেশ। স্মৃতির পটে এখনও উজ্জ্বল মুশফিক-সাকিবের সেই ক্রন্দন। একী ভুলা যায়? তবে, মাশরাফী বাহিনীর সামনে সুযোগ স্বপ্নের শিরোপা জিতে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার। টাইগার্স, এবার কি হবে?

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply