ডিবিতে সাইবার বুলিংয়ের অভিযোগ শাহজাহান ওমরের

|

বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখে প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেননি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। পরে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে জানান, সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন এই রাজনীতিক। সেই সাথে ভবিষ্যতে আর কোনোদিন বিএনপিতে ফিরবেন না বলেও গণমাধ্যমকে জানান তিনি।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেতা। তিনি কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করেন। এসময় বিএনপিপন্থী আইনজীবীদের তোপের মুখেও পড়েন এই নেতা।

এসময় তাকে সুপ্রিম কোর্ট বার বিল্ডিং থেকে বের করে দেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চেয়েও পারেননি ব্যারিস্টার শাহজাহান ওমর। পরে বেলা ১১টার দিকে চলে যান। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেছেন তিনি।

ঝালকাঠি-১ আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply