ডিজিটাল নিরাপত্তা আইনে কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে: ইইউ

|

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তাই আইনটি পরিবর্তনের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশের রাষ্ট্রদূত ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট-২০১৮ নিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, আইনটির ফলে মানুষ ও গণমাধ্যমের কথা বলার স্বাধীনতা সংকুচিত হয়েছে। কিছু ধারা সংশোধনের আহ্বান জানান তারা। গত ১৯ সেপ্টেম্বর বিতর্কিত ৩২ ধারা বাতিল করে জাতীয় সংসদে ‘ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ পাশ হয়। সর্বসম্মতিতে বিলটি পাস হলেও আপত্তি ছিলো অনেক সংসদ সদস্যেরই। সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠন আইনটির ত্রুটি নিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply