দখলকৃত পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডব। জেনিনে টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যু হয় কমপক্ষে ছয় জনের। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দীর্ঘ সময় ধরে চালানো অভিযানে আটক শতাধিক ফিলিস্তিনি। ট্যাংক ও বিশালাকৃতির বুলডোজার নিয়ে ফিলিস্তিনিদের আবাস গুড়িয়ে দেয় পদাতিক বাহিনী। একই সাথে চলে ড্রোন হামলাও।
এদিকে, জেনিনের হাসপাতালগুলো ঘেরাও করে রাখে ইহুদি সেনারা। ফলে চিকিৎসা নিতে পারেনি আহতরা। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় মরদেহ। রাতভর অভিযান চলে হেবরন, জেরুজালেম ও রামাল্লাতেও। টার্গেট করা হয় শরণার্থী শিবিরগুলো।
উল্লেখ্য, গত দুই মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে ২৮১ ফিলিস্তিনির। নিহতদের বড় একটি অংশ জেনিনের বাসিন্দা ছিলেন।
/এআই
Leave a reply