গাজীপুরে ট্রেনে নাশকতায় গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ট্রেনে দুর্বৃত্তদের নাশকতায় ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্নসচিব শাহ্ ইমাম আলী রেজার নেতৃত্বে রেল মন্ত্রণালয়ের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় তদন্ত কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্নসচিব শাহ্ ইমাম আলী রেজা উপস্থিত সাংবাদিকদের বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকালে ঘটনাস্থলে এসেছি পর্যবেক্ষণ করার জন্য।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেলসড়কের ভাওয়াল রেলস্টেশনে নাশকতার কবলে পড়ে গাজীপুরে একটি ট্রেনের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনায় ১ জন নিহত হন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply