‘চ্যান্ডলার বিং’ ম্যাথিউ পেরির ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য

|

‘ফ্রেন্ডস’এর চ্যান্ডলার চরিত্রে অভিনয় করা তারকা ম্যাথিউ পেরি। ছবি: এপি।

সম্প্রতি মারা গিয়েছেন ৯০’র দশকের জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’র ‘চ্যান্ডলার বিং’ চরিত্রে অভিনয় করা তারকা ম্যাথিউ পেরি। অভিনেতাকে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। আপাত দৃষ্টিতে পেরি বাথটাবে ডুবে মারা গিয়েছেন বলে ধারনা করেছিলো লস অ্যাঞ্জেলেসের পুলিশ। তবে মৃত্যুর দেড় মাস পর ময়নাতদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। শনিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৫৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর কারণ তদন্ত করছে প্রশাসন। পেরির ঘনিষ্ঠ ব্যক্তিরা তদন্তকারীদের বলেছেন, তিনি কেটামাইন ইনফিউশন থেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন। কেটামাইন এক ধরনের চেতনানাশক। যেসব রোগীরা হতাশার মধ্য দিয়ে যান, তাদেরকে ডাক্তারের পরামর্শে দেয়া হয় কেটামাইন ঔষধ।

ময়না তদন্তের পর পরীক্ষক বলেন, পেরির শরীরে কেটামিনের মাত্রা অস্ত্রোপচারের সময় সাধারণ অ্যানেসথেসিয়ার জন্য ব্যবহৃত সীমার মধ্যে ছিল। তবে মৃত্যুর দু’সপ্তাহ আগে, ব্যবহৃত কেটামিনের মাত্রা তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। সম্ভবত, অতিরিক্ত কেটামিন ব্যবহারের ফলে মৃত্যু হয়েছে এই তারকার।

প্রসঙ্গত, বেশ কিছু বছর যাবত ডিপ্রেশনে ভুগছিলেন এই অভিনেতা। পরিত্রাণ পেতে দেখিয়েছেন ডাক্তার। ডিপ্রেশন থেকে বের হবার জন্য ডাক্তার তাকে দিয়েছিলেন কেটামিন। তবে হিতের বিপরীতে গেলো সেই পরামর্শ।

পেরি অভিনীত ‘ফ্রেন্ডস’ নাটকটির গল্প নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী ছয় তরুণ বন্ধুর কাহিনী নিয়ে তৈরি করা হয়েছিল। সিটকমটি ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। মোট ১০ টি সিজন এবং ২৩৬ টি এপিসোড রয়েছে নাটকটিতে।

‘ফ্রেন্ডস’ নাটকের সর্বশেষ পর্বটি যুক্তরাষ্ট্রে ৫২.৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছিল। এটি ২০০৪ সালে দর্শকদের সবচেয়ে বেশি দেখা টিভি পর্বে পরিণত হয়েছিল।

এর আগে, ‘ফ্রেন্ডস’র প্রযোজনাকারী ওয়ার্নার ব্রোস এক সাক্ষাৎকারে বলেন, আমাদের প্রিয় বন্ধু ম্যাথিউ পেরির মৃত্যুতে আমরা বিধ্বস্ত। ম্যাথিউ ছিলেন একজন অবিশ্বাস্য প্রতিভাধর অভিনেতা এবং ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ।

ওয়ার্নার ব্রাদার্স আরও বলেন, তার কৌতুক প্রতিভার প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হয়েছিল। আজ একটি হৃদয়বিদারক দিন। আমরা তার পরিবার, প্রিয়জন এবং তার সমস্ত অনুগত ভক্তদের প্রতি আমাদের ভালবাসা পাঠাই।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply