কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত

|

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধ’ ও ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ ৫ জন নিহত হয়েছে। তারা মাদকব্যাবসায়ী ও ডাকাত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ৯ পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানান তারা।

পুলিশের ভাষ্য, রোববার ভোরে টেকনাফের হ্নীলায় ইয়াবা ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এতে নিহত হয় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী পুতিয়া মিস্ত্রী। ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধারের দাবি পুলিশের। নিহত পুতিয়ার মিস্ত্রীর বিরুদ্ধে ৬টি মাদকের মামলা আছে।

অন্যদিকে, কক্সবাজারের রামু ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মাঝামাঝি বাইশারী এলাকায় দু’দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয়। এতে অপহরণকারী চক্রের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী আনাইয়াসহ ৩ জনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। নিহত ২ জনে পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ৪ টি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়।

এদিকে, ভোরে মহেশখালীতে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল করিম ওরফে প্রকাশ মাহাত নিহত হয়। ঘটনাস্থল থেকে ৮টি বন্দুক, গুলি ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply