গাইবান্ধায় বাস-ট্রাক ভাঙচুর; বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

|

গাইবান্ধা প্রতিনিধি:

হরতাল চলাকালীন গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ট্রাক ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

মামলায় বিএনপি-জামায়াতের ৮৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও আড়াইশ’ থেকে তিনশো ব্যক্তিকে আসামি করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়ে ওসি সাজ্জাদ হোসেন জানান, হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের জুনদহ এলাকায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় একটি বাস, দুটি মালবাহী ও একটি পণ্যবাহী কার্গো ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলার চেষ্টাও করা হয় বলে জানান তিনি।

আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে। তবে তদন্তের স্বার্থে নামীয় আসামিদের পরিচয় জানাতে চাননি পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply