এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি, রুটিন দেখুন

|

ফাইল ছবি।

২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। পরীক্ষার রুটিন আজই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। 

পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

অন্যান্যবারের এবারও বোর্ডগুলোর তরফে কিছু নির্দেশনা থাকছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে যেতে হবে। প্রশ্নপত্রে থাকা নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে।

রুটিন দেখুন:

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটির মধ্যে কোনো বিরতি থাকবে না।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

/এমএমএইচ/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply