ময়মনসিংহের সদর উপজেলার শম্ভুগঞ্জে ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে নেত্রকোণার জারিয়া থেকে বলাকা কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ময়মনসিংহের শম্ভুগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। অরক্ষিত ক্রসিংয়ের কারণেই এমন দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। রেল চলাচল বন্ধ রয়েছে ময়মনসিংহ-জারিয়া রুটে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
/এনকে/এমএন
Leave a reply