যুবদলের টুকুর নির্দেশেই রেললাইন কাটা হয়: সিটিটিসি

|

সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

গাজীপুরের শ্রীপুরে রেললাইনে নাশকতার মাস্টারমাইন্ড যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তার নির্দেশেই রেললাইন কাটা হয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সিটিটিসি প্রধান জানান, জনসাধারণের মনে ভীতি তৈরি ও প্রাণহানির পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়। এতে জড়িত থাকার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে দুই জনকে (মোট ৩) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুইজনের মধ্যে একজন যুবদলের রাজনীতির সাথে যুক্ত, অপরজন ছাত্রদল করেন।

মো. আসাদুজ্জামান বলেন, শুধুমাত্র জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করতে যুবদলের শীর্ষ নেতার নির্দেশনায় তারা গাজীপুরে রেললাইন কাটে। লাইন কাটার সরঞ্জাম কেনা হয় রাজধানীর নবাবপুর থেকে। সেই সাথে লোহা কাটার ট্রেনিং নেয় এক আসামি। আটককৃতরা ২৮ অক্টোবর থেকে অন্তত দশটি নাশকতার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply