লোহিত সাগরে মার্কিন নজরদারির মাঝেই ফের ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অভিযানে হতবাক যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আরও একটি পণ্যবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটির। খবর ফক্স নিউজের।
গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব থেকে পাকিস্তানগামী ‘এমএসসি ইউনাইটেড’ এর একটি জাহাজে মিসাইল নিক্ষেপ করে তারা। নৌযানটি শনাক্ত করার পর তিনবার সতর্কবার্তা পাঠায় হুতি সদস্যরা। তবে ক্রুদের পক্ষ থেকে কোনো জবাব না মেলায় হামলা চালানো হয়। জাহাজটির মালিক কোম্পানি জানায়, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের ১১১ কিলোমিটার দূরের সমুদ্রসীমা দিয়ে যাত্রা করছিল তারা। আগ্রাসনে কোনো ক্রু হতাহত হয়নি বলেও জানানো হয়।
এ ঘটনার পরই বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন টহল জোটকে অবগত করেছেন ওই জাহাজের ক্রুরা। সম্প্রতি লোহিত সাগরে একের পর এক হামলার জেরে এই রুট দিয়ে জাহাজ চলাচল বন্ধ করেছে বেশ কয়েকটি শিপিং কোম্পানি। তবে কড়া নিরাপত্তার মধ্যেও যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে আবারও হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।
এসজেড/
Leave a reply