গাজায় যুদ্ধ থামার সম্ভাবনা নেই, চলবে আরও কয়েকমাস: ইসরায়েল

|

সেনাদের ব্যারাক পরিদর্শনে সরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি।

আরও কয়েকমাস গাজার সংঘাত চলবে বলে জানিয়েছে ইসরায়েল। যুদ্ধ থামার নানা গুঞ্জন উড়িয়ে দিয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এমন বার্তা দেন ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি। হামাসকে নির্মুল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় বার্তাও দেন এ কর্মকর্তা। খবর রয়টার্সের।

হেরজি হালেভি বলেন, সন্ত্রাসী সংগঠনটি নির্মুলে কোনো যাদুকরী সমাধান নেই, কোনো শর্টকাটও নেই। লড়াই’ই একমাত্র পন্থা। এই যুদ্ধের লক্ষ্য অর্জন সহজ নয়। ভূরাজনৈতিকভাবে জটিল একটি অঞ্চলে এই সংঘাত সংগঠিত হচ্ছে। ফলে যুদ্ধ আরও কয়েক মাস মাস চলবে। আর এই অর্জন দীর্ঘদিন ধরে রাখতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা প্রায় ২১ হাজার। হামাসকে নির্মুলের নামে উপত্যকাটিতে রীতিমতো জাতিগত নিধন শুরু করেছে দখলদারবাহিনী। গাজায় চলা নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (২৭ ডিসেম্বর) সশস্ত্র সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়। তবে তাদের হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি তেল আবিবের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply