অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের তুমুল প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। স্বাধীনতাকামী যোদ্ধাদের সমরযান ধ্বংসই এখন তাদের মূল টার্গেট। খবর ফরেইন অ্যাফেয়ার্সের।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেশ কিছু হামলার ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা ‘কাশেম ব্রিগেড’। এতে দেখা যায়, বিচ্ছিন্নভাবে কৌশলী আগ্রাসনে ট্যাংকগুলো ধ্বংস করছে তারা। বিভিন্ন স্থানে বিস্ফোরক পুঁতে রেখে উড়িয়ে দিচ্ছে অত্যাধুনিক সাঁজোয়া যান। বিচ্ছিন্নভাবে রকেট নিক্ষেপ করেও সফলতা পাচ্ছে হামাস যোদ্ধারা। উত্তর এবং দক্ষিণাঞ্চলে দুই অংশেই ব্যাপক হামলা-পাল্টা হামলা চলছে।
শক্তিমত্তায় ইসরায়েলের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও আপাতত কিছু ক্ষেত্রে চোরাগোপ্তা, গেরিলা হামলা দিয়েই বাজিমাত করছে স্বাধীনতাকামী সংগঠনটি।
/এএম
Leave a reply