জামালপুর করেসপন্ডেন্ট :
জামালপুর-৫ আসনের শাহবাজপুর ইউনিয়নের আ. লীগ প্রার্থীর নির্বাচনী কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে ইউনিয়নের কৈডোলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নৌকা প্রার্থীর ৬ জন কর্মী আহত হয়। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণার পর কৈডোলা গ্রামের নির্বাচনী কেন্দ্রে যায় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীরা। এ সময় কর্মীদের অনেকেই বিশ্রাম নিয়ে চলে যায়। তবে কয়েকজন কর্মী কেন্দ্রে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকরা এসে হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জামালপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএইচ/এটিএম
Leave a reply