রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে নিউমার্কেটের সুকণ্যা টাওয়ারের নিচতলায় অবস্থিত মামা বাজার সুপারশপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আগুন পুরো সুপারশপে ছড়িয়ে পড়ে।
তীব্র ধোঁয়ায় ফায়ার ফাইটাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়। অবশ্য এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আগুন লাগার পরই ২০ তলা ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়। এই অগ্নিকাণ্ডে মামা বাজারের প্রায় ২০ লক্ষ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে আগুন কী কারণে এই আগুন লাগে তার সঠিক তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।
এসজেড/
Leave a reply