সারাদেশে জমজমাট নির্বাচনী প্রচারণা

|

সারাদেশে জমজমাট নির্বাচনী প্রচার। ভোটারদের মন যোগাতে ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন তাদের। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সেই সাথে ভোটকেন্দ্রে যাওয়ার জন্যও উৎসাহিত করছেন প্রার্থীদের।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোর-৪ আসনের নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগের কর্মী-সমাবেশ অনুষ্ঠিত হয়। বহরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছিল এ প্রচারণার আয়োজন। সভাপতিত্বে ছিলেন দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুন কুমার অধিকারী। তাতে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী এনামুল হক বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা। এনামুল হক বাবুল বলেন, নৌকাকে ভোট দিলে, বঙ্গবন্ধু কন্যাকে সমর্থন দেয়া হয়। উন্নয়নের ধারা বজায় রাখতে তাই সাথে থাকার আহ্বান জানান।

দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন বগুড়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগমও। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিহার মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেন তিনি। এমপি নির্বাচিত হলে, পিছিয়ে পড়া শিবগঞ্জের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই প্রার্থী। ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েক হাজার নেতাকর্মী-সমর্থক যোগ দেন ঐ সভায়।

নির্বাচনী মাঠ চষে বেরিয়েছেন গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামও। গাজীপুর সদর এলাকায় প্রচারণা চালান তিনি। গতকাল রাতে বোর্ড বাজার এলাকায় গণসংযোগ করেন সাইফুল ইসলাম। নির্বাচিত হলে সব সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে জনতার মুখোমুখি হয়েছে খুলনা-২ ও ৩ আসনের প্রার্থীরা। বুধবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে গোল টেবিল নামের অনুষ্ঠানে যোগ দেয় জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। এসময় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা খুলনার উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিজয়ী হলে কী করবেন, সেই ভাবনার কথাও জানান তারা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply