ইউক্রেনকে আরও আড়াইশ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার (২৭ ডিসেম্বর) হোয়াইট হাউস অনুমোদন করে বিলটি। খবর বিবিসির।
এই প্যাকেজে থাকবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, হালকা অস্ত্র, গোলাবারুদ ও অ্যান্টি ট্যাঙ্ক সমরাস্ত্র। পেন্টাগনের ভাণ্ডার থেকে দেয়া হবে সামরিক সরঞ্জাম। যাতে কংগ্রেসের অনুমোদন দরকার হয় না।
ইউক্রেনের জন্য আপাতত এটাই শেষ মার্কিন তহবিল। চলতি মাসের শুরুতেই ইউক্রেনকে প্রতিশ্রুত ৫০ বিলিয়ন ডলারের সহায়তা বিলটি বাতিল হয় মার্কিন সিনেটে। প্রত্যেক রিপাবলিকান সদস্য ভোট দেয় এর বিপক্ষে। ইইউ’র ৫৫ বিলিয়ন ডলারের সহায়তাও আটকে গেছে হাঙ্গেরির বাধায়।
/এএম
Leave a reply