হুমকি-ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেয়া যাবে না: রিজভী

|

হুমকি-ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএনপিসহ সব দল সংগ্রাম করছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্যই এ আন্দোলন। কিন্তু জনগণকে হুমকি-ভয় দেখিয়ে ভোট দেয়াতে চায় ক্ষমতাসীন সরকার। তবে মানুষের ভোট দেয়ার কোনো আগ্রহ নাই।

জনগণ একতরফা ও তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। অসহযোগ আন্দোলন সফল করতে জনগণকে আহ্বানও জানান তিনি।

এদিকে, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ সময় তিনি বলেন, নির্বাচনী খেলার অংশ হিসেবে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এই নির্বাচন সরকারের মেয়াদ বৃদ্ধির চেষ্টা মাত্র। সবাইকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনী খেলা ব্যর্থ করতে আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply