যদি এক টাকা ঘুষ খেয়ে থাকি কান কেটে দিয়ে দেবো: ইনু

|

কুষ্টিয়া করেসপনডেন্ট:

কুষ্টিয়া-২ আসনের ১৪ দলের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, তিনি জঙ্গি বা আগুন সন্ত্রাস চান না। দেশে রাজাকার সমর্থিত এবং বিদেশের তাবেদারি করে এমন সরকারও চান না। শুক্রবার (২৯ ডিসেম্বর) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি।

কখনও দুর্নীতি করেননি উল্লেখ করে ইনু বলেন, শেখ হাসিনার পাশে থেকে দেশের উন্নয়ন করতে চাই। যদি শান্তি চান নৌকায় ভোট দেবেন। মাস্তানি, সন্ত্রাস, দুর্নীতি না চাইলেও নৌকায় ভোট দেবেন। গত ১৫ বছরে আমি অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজী, ঘুষ ও নিয়োগ বাণিজ্য করিনি। আমি যদি একটা টাকা চুরি করি কিংবা ঘুষ খেয়ে থাকি তাহলে কান কেটে আপনাকে দিয়ে দেবো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ইনুকে নৌকা প্রতীক দিয়েছেন। জাসদ ও আওয়ামী লীগ দুই ভাই। আমরা একসাথে আছি এবং একসাথেই লড়বো। গত ১৫ বছর এ অঞ্চলের মানুষের সাথে চলছি। সাধ্যমতো মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি। শান্তির পথ তৈরি করেছি। সবাই যে, খুশি হবে তা মনে করি না। দুই একজন গালি দিতেই পারে।

এএস/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply