আফগানিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪

|

আফগানিস্তানের নানগারহার প্রদেশে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে অন্তত ১৪ জনের। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

প্রাদেশিক রাজধানী জালালাবাদের কাছে কামা জেলায় মঙ্গলবার আব্দুল নাসির মোহাম্মদের প্রচারণা চলার সময় এই হামলা হয়। এতে আহত হয় ৩০ জনেরও বেশি। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে
আশঙ্কা করছে প্রশাসন।

আগামী ২০ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে, প্রচার-প্রচারণায় ব্যস্ত আড়াই হাজার প্রার্থী। এ ধরনের কর্মসূচি চলাকালীন সম্ভাব্য সন্ত্রাসী হামলার ব্যাপারে আগেই সতর্ক করেছে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

এ পর্যন্ত এই ধরনের হামলায় দেশটিতে নিহত হয়েছে অন্তত পাঁচজন প্রার্থী বলে জানিয়েছে আফগান নির্বাচন কমিশন। সহিংসতা অব্যাহত থাকলে রয়েছে নির্বাচন পেছানোর শঙ্কাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply