নিউ ইয়ার উদযাপনে আতশবাজি কিংবা ফানুস ব্যবহার করা যাবে না, এমন নিষেধাজ্ঞার তোয়াক্কাই করছে না অনেকে। এবারও, নতুন বছরের শুরুতেই আগুনে দগ্ধ একই পরিবারের ৩ জন।
রোববার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিয়াম রাকিব ও রায়হান। চিকিৎসক জানিয়েছেন সিয়ামের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বাসার ছাদে কেরোসিন তেল দিয়ে ফানুসে আগুন ধরানোর সময় শরীরে আগুন লেগে যায় সিয়ামের গায়ে। আগুন নেভাতে গিয়ে আহত হন আরও ২ জন। দ্রুত তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসক জানান, সিয়ামের শরীরে ৮৮ শতাংশ দগ্ধ। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে এইচডিইউতে পাঠানো হয়েছে। অন্য দুই জনের মধ্যে রাকিবের ২ ও রায়হানের ৬ শতাংশ দগ্ধ।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, নিউ ইয়ার উদযাপনকে কেন্দ্র করে গত রাতে বেশ কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন।
এটিএম/
Leave a reply