ইরাকের নতুন প্রধানমন্ত্রী মাহদি, প্রেসিডেন্ট বারহাম

|

কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে, মঙ্গলবার নতুন রাষ্ট্র ও সরকার প্রধান নিয়োগ দিয়েছে ইরাকি পার্লামেন্ট। দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কুর্দি নেতা বারহাম সালিহ। প্রধানমন্ত্রী হবেন শিয়া নেতা আদেল আব্দুল মাহদি।

সংবিধান অনুযায়ী, সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীদের আমন্ত্রণ জানাতে ১৫ দিন সময় পাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। মে মাসের নির্বাচনে শিয়া নেতা মুক্তাদা আল সদরের জোট জয় পেলেও ছিল না একক সংখ্যাগরিষ্ঠতা। তাই আইনপ্রণেতাদের বিভেদে থমকে যায় সরকার গঠন।

গত সেপ্টেম্বরে স্পিকার হিসেবে মোহাম্মদ আল-হালবুসির দায়িত্ব গ্রহণের পর গতি আসে এ কাজে। ২০০৩ সালে মার্কিন সেনা অভিযানে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে, ইরাক শাসনের দায়িত্ব ভাগাভাগি করে নেয় দেশটির সবচেয়ে বড় তিন জাতিগোষ্ঠী।

যার আওতায়, কার্যত সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর পদটি রয়েছে শিয়াদের দখলে। আর প্রেসিডেন্ট হিসেবে কুর্দি এবং স্পিকার পদে বসতে পারেন সুন্নি নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply